ধন্য ধন্য ধন্য রে এই পায়রা

  • তাল : -

ধন্য ধন্য ধন্য রে এই পায়রা

লেটো গান : ‘পায়রা-পায়রী’

ধন্য ধন্য ধন্য রে এই পায়রা পায়রী।
অতিথি সেবার নাই তুলনা হায় মরিমরি॥
নিজেরা আগুনে পুড়ে,
খাবার দানিল মোরে,
অবাক হয়ে দেখি আমি, প্রাণদানের এই বাহাদুরি॥
আমি ধর্ম পথহারা,
অভাগা এক পাখ্মারা,
ধর্মশিক্ষা দিল মোরে এই বনের পায়রা পায়রী॥
দুখু কাজী কয় কাতরে।
বজলে করীম চরণ ধরে,
কঠিন হিয়ার মানব তরে, সাক্ষী পাখ্মারা পায়রা-পায়রী॥