আমার অসাধ্য কি আছে ধর্মরাজন

  • তাল : -

আমার অসাধ্য কি আছে ধর্মরাজন

লেটো গান : ‘রাজা যুধিষ্ঠির’

আমার অসাধ্য কি আছে ধর্মরাজন।
করিয়াছি কুরুক্ষেত্রে অসাধ্য সাধন॥
বধেছি কর্ণ মহাবীরে,
চিত্ররথ জয়দ্রথেরে সমরে,
অসংখ্য জীবের তরে করেছি নিধন॥
উপাধি পেয়েছি ধনঞ্জয়,
ত্রিভুবনে কারে আমি করি না কো ভয়,
নিশ্চয় অশ্বমেধ যজ্ঞের হয়, করিবে জগত পযটন॥
শত সহস্র মহারথে,
মারিয়াছি কুরুক্ষেত্রে,
স্বয়ং শ্রীকৃষ্ণ মোর সাথে, কিসের অঘটন॥
অধীন নজরুল এসলামে কয়,
নানা স্থানে পাবে তুমি বিঘ্ন ধনঞ্জয়,
শেষে তোমার জয়, করিয়া ভ্রমণ॥