ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিতেছে মহারণ

  • তাল : -

ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিতেছে মহারণ

লেটো গান : ‘কর্ণ বধ’

ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, চলিতেছে মহারণ।
অষ্টাদশ অক্ষৌহিণী, যুঝিতেছে প্রাণপণ।
চলে গেছে ভীষ্ম দ্রোণ,
চিন্তান্বিত দুর্যোধন,
যুঝিবে এ মহারণ, কর্ণ আছে যতক্ষণ॥
অভয় দিয়াছি রাজে,
তাই সেনাপতি সাজে,
আসিয়াছি রণ মাঝে, লড়িব যে প্রাণপণ॥
কিন্তু মনে পড়ে কথা,
কি বলিল কুন্তীমাতা,
তাঁর গর্ভে জন্ম মোর, হায়, কি এ অঘটন॥
অর্জুন কনিষ্ঠ মোর,
তাঁর সনে রণ ঘোর
সে তো জানে না মোর, এ-ই পরিচয়॥
কেমনে বধিব তাঁরে,
জ্যেষ্ঠ হয়ে অনুজেরে,
কুরুতে প্রতিজ্ঞা ডোরে, কি করি এখন॥