ওহে ওস্তাদ গোদাকবি প্রশ্ন করি তোমায় এবে

  • তাল : -

ওহে ওস্তাদ গোদাকবি প্রশ্ন করি তোমায় এবে

লেটো গান : ‘কর্ণ বধ’

ওহে ওস্তাদ গোদাকবি, প্রশ্ন করি তোমায় এবে।
কর্ণের এ হাল কেন হলো? এ আসরে বলে যাবে॥
সচল রথ চক্র ছিল।
কেন ধরণী গ্রাস করিল,
এ অভিশাপ কে দিয়েছিল, সকল কথা বলে যাবে॥
অস্ত্র প্রয়োগ ভুলে গেল,
এ অভিশাপ কেবা দিল,
কি ঘটনা ঘটেছিল, সে কথা হেথা বলিবে॥
কর্ণের এ অবস্থা কিসে,
বলে যাবে তাহার দিশে,
এ আসরে গাইতে এসে, বলবে ওস্তাদ জানবে সবে॥
ভ্রমর কবি নজরুল এসলাম,
নিবাস তাঁর চুরুলিয়া গ্রাম,
সবার পাক কদমে সালাম। উত্তর দিলে মালা পাবে॥