রাজা শুচি কর মন

  • তাল : -

রাজা শুচি কর মন

লেটো গান : ‘ভক্ত মুচি’

রাজা, শুচি কর মন, শুচি কর মন, শুচি কর তব মন।
বাল্মীকি নামে ইন্দ্রপ্রস্থে মুচি আছে একজন॥
জুতা মেরামত করা তার কাজ,
জাত ব্যবসায়ে নাই তার লাজ,
বৈষ্ণব বেশে রহে না সে জন, সেই মোর প্রিয়জন॥
সরোবর পাঁকে পদ্মের মূল,
তাতে বিকশিত পদ্মের ফুল,
পদ্ম কোরকে তার হৃদি মূল, সেথা বিরাজিত নারায়ণ॥
তারে নিয়ে এসো হে ধর্মরাজ,
হবে সমাপ্ত রাজসূয় কাজ,
মনে যেন তব নাহি থাকে লাজ, হবে রাজসূয় সমাপন॥