বল বল বল ওস্তাদ শঙ্খ

  • তাল : -

বল বল বল ওস্তাদ শঙ্খ

লেটো গান : ‘ভক্ত মুচি’

বল, বল, বল ওস্তাদ শঙ্খ ঘণ্টা কেন না বাজিল।
কোন খানে তার খুঁত রহিল, সে খুঁত ওস্তাদ কে করিল॥
ধর্মরাজ কারে শুধাবে,
খুঁতের কথা কে বলিবে,
আসর তলে বলে যাবে, সেই সে কথা সকল॥
শঙ্খ ঘণ্টা বাজবে কিসে,
বলে যাবে তাহার দিশে,
কি হইবে অবশেষে, সে-সব কথা বলবে ভালো॥
নজরুল এসলামে ভনে,
আসর মাঝে লেটোর গানে,
প্রণাম মোর গুরুর চরণে, আর প্রণাম শ্রোতা সকল॥