তোমায় করি গো প্রণতি

  • তাল : -

তোমায় করি গো প্রণতি

লেটো গান : ‘যজ্ঞের ঘোড়া’

তোমায় করি গো প্রণতি, প্রণতি, করি গো প্রণতি॥
নগরী অযোধ্যার, সগর রাজার, আমি যে নাতি॥
মোদের অশ্বমেধ যজ্ঞ চলিছে।
যজ্ঞের অশ্ব ভারত ভ্রমিছে।
অশ্ব না ফেরে, রাজার আদেশ, খোঁজে সব পাতি পাতি॥
ষাট হাজার খুড়ো আমার আছে।
যজ্ঞ অশ্ব তাঁরাও খুঁজিছে,
কোথায় তাঁহারা খুঁজে খুঁজে ফেরে অযোধ্যা পতি॥
হে মুনি, অশ্ব হেরি তব আশ্রমে।
খুড়োরা নাহিকো, কোথা তাঁরা ভ্রমে,
যজ্ঞ অশ্ব লয়ে ফিরে যাব, দাও দাও অনুমতি॥
যদি জান মুনি বল বল মোরে,
খুড়ো আমার আছে কোন পুরে,
যজ্ঞ অশ্ব, তাহাদের লয়ে ফিরে যাব রাজধানী॥
নজরুল এসলাম ভেবে কয়,
খুড়োরা তোমার ভস্ম হয়ে রয়,
গঙ্গা বারি না আনিলে হায়, হবে না তাঁদের গতি॥