ওস্তাদ হারানো আংটির জবাব দিয়ে গেলাম

  • তাল : -

ওস্তাদ হারানো আংটির জবাব দিয়ে গেলাম

লেটো গান : ‘হারানো আংটি’

ওস্তাদ, হারানো আংটির জবাব দিয়ে গেলাম এ আসরে।
জবাব, ঠিক হলো কি ভুল হলো, দেখবে তুমি চিন্তা করে॥
অপ্সরী মেনকা ছিল,
বিশ্বামিত্রের ধ্যান ভাঙিল,
তাঁর কন্যা গর্ভে ধরিল, ফেলে গেল বন ভিতরে॥
কণ্ব মুনি নিয়ে গেল,
শকুন্তলা নাম রাখিল,
রাজার সাথে বিয়ে হলো, বনে মালাবদল করে॥
বিয়ের পরে শকুন্তলা,
সদাই তাহার মন উতলা,
একদিন দুর্বাসা এলো, সেবার লাগি ডাকে তারে॥
শকুন্তলা না উঠিল
দুর্বাসা অভিশাপ দিল,
সেকথা জানে সকল, বলি তোমায় এ আসরে॥
রাজসভায় সে যখন এলো,
শাপে রাজা ভুলে গেল,
শকুন্তলা শূর্ছা গেল, মা নিয়ে যায় ইন্দ্রপুরে।
রাজা ইন্দ্রপুরে গেল,
ফিরতি পথে ছেলে দেখল,
শকুন্তলা সেথায় এলো, সকল ব্যথা গেল দূরে॥
হারানো আংটির পালা,
দুষ্মন্ত আর শকুন্তলা,
এইখানেতে সাঙ্গ হলো নাচে গানে সুরে সুরে॥
সকলকে জানায়ে সালাম,
গাহিল নজরুল এসলাম,
রাজারানী যায় নিজধাম, আমরা যাব খড়ের পুরে১॥