একি কিছুই বুঝিতে নারি

  • তাল : -

একি কিছুই বুঝিতে নারি

লেটো গান ‘কর্ণ বধ’

একি! কিছুই বুঝিতে নারি। কর্ণ অগ্রজ সহোদর।
তাঁর সনে করিলাম হায় মহা রণ ঘোরতর॥
ওলো মাতা, কেন লুকাইলে,
ওহে সখা, কেন না ভাঙিলে
এ রণস্থলে, ভাসি অশ্রুজলে, বড় ব্যথা বুকে বাজে মোর॥
হায়, হায়, আমি কি করিনু,
অগ্রজে আজ রণে বধিনু,
এ জীবনে বড় বেদনা পাইনু, এ বেদনা মুছিবে না হায়॥
ভ্রমর কবি, আসরে ভনে,
এ-সব কথা, বিধাতা জানে,
এই ছিল সেই বিধাতার মনে, তার কর্ম সে করে, তুমি কিবা কর॥