সখি সাজায়ে রাখ্লো পুষ্প বাসর

  • তাল : -

সখি সাজায়ে রাখ্লো পুষ্প বাসর

সখি সাজায়ে রাখ্ লো পুষ্প-বাসর তেমনি করিয়া তোরা,
কে জানে কখন্ আসিবে ফিরিয়া গোপিনীর মনোচোরা।
(সে কি) ভুলিয়া থাকিতে পারে, তা’র চির-দাসী রাধিকারে,
কত ঝড় ঝঞ্চায় বাদল-নিশীথে এসেছে সে অভিসারে॥
মধু-বন হ’তে চেয়ে আন্ আধ-ফোটা বনফুল,
পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল।
চাঁপার কলিকা এনে নূপুর গেঁথে রাখ
তেমনি তমাল-ডালে ঝুলনা বাঁধা থাক্।
দেহের ডালায় রূপ-অঞ্জলি ধরিয়া
রাস-মঞ্চে চল্ বেশ ভূষা করিয়া।
আখর : [বেঁধে রাখ্ লো – ঝুলনা তেমনি বেঁধে রাখ লো –
তমাল-ডালে ঝুলনা তেমনি বেঁধে রাখ্ লো]
সখি, যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী,
মথুরা ত্যজিয়া এ ব্রজে ফিরিয়া আসিবে কিশোর হরি॥
হরি ফিরিয়া আসিবে, সময় পাবি না তোরা মুছিতে চোখের জল
আনন্দে ভাসিবে, আনন্দ ব্রজধাম আনন্দে ভাসিবে॥
আখর : [ফিরে আসিবে – কিশোর নটবর ফিরে আসিবে –
এই ব্রজে পদরজ দিতে ফিরে আসিবে আসিবে]
আনন্দে ভাসিবে – নিরানন্দ ব্রজপুর আনন্দে ভাসিবে –
এই নিরানন্দ ব্রজপুর হরিপদ-রজ লভি’ আনন্দে ভাসিবে॥