সংসার জীবন যাপন করিতে

  • তাল : -

সংসার জীবন যাপন করিতে

লেটো গান : ‘চাষার সঙ’

সংসার জীবন যাপন করিতে,
চাষ কর ভাই বিধিমতে,
রবে যদি সুখেতে,
এই পৃথিবী মাঝার॥
জমি উগালে সামালে,
বীজ ফেলাও কৌতূহলে,
পাবে তবে সেই ফসলে,
মেহনতের সার॥
লাগাও ধান প্রধান ফসল,
তরকারি কলাই সকল,
দাও ভাই সময় মত জল,
যাতে প্রাণ বাঁচে তার॥
অরি হতে ফসলে,
রক্ষা কর সকলে,
নজরুল এসলামে বলে,
নইলে বাঁচা হবে ভার॥