তোমরা ঝগড়া করো না

  • তাল : -

তোমরা ঝগড়া করো না

লেটো গান : ‘কুলসুম’

তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না।
আমার জন্যে, তোমরা তিনজন ঝগড়া করো না॥
আমি এক সুন্দরী নারী,
কেমনে তিনজনে বরি,
ইসলামের শরীয়ত, ধরি, বিয়ে তো ভাই হবে না॥
মোর এক শর্ত আছে,
জানাই তোমাদের কাছে,
হাজার টাকা লও মোর কাছে, তোমরা তিনজনা॥
চলে যাও দূরে দূরে,
কিনে আন মোর তরে,
আশ্চর্য জিনিস এক, দেখব কেমনা॥
যার জিনিস ভালো হবে,
সেই তো আমারে পাবে,
এ শর্ত তোমরা মানিবে, ভেবে দেখ না॥
আশ্চয জিনিস চাই,
ইহা মোর ইচ্ছা ভাই,
তোমাদের আনা চাই, ঝগড়া করো না।
ভোমর কবিতে গায়,
কাঁটা চুরি পালা ভাই,
লেটোর আসর মাঝে, হইয়া দিওয়ানা॥