শোন শোন চাচাজান বাড়ির বিবরণ

  • তাল : -

শোন শোন চাচাজান বাড়ির বিবরণ

লেটো গান : ‘কুলসুম’

শোন শোন চাচাজান বাড়ির বিবরণ।
তুমি গেলে হজ করিতে আরবে যখন॥
লালু ভুলু কালু ভাই,
মোরে বিয়ে করতে চাই,
কি করিব উপায় নাই, বলিলাম তখন॥
হাজার টাকা দিলাম,
তিনজনে বলিলাম,
টাকা লয়ে তোমরা যাও বিদেশ তিনজন॥
সেথা হতে দেখে শুনে,
আশ্চর্য দ্রব্য আনবে কিনে,
যার জিনিস হবে ভালো, তার হব তখন॥
তিনজনে চলে গেল,
আশ্চর্য দ্রব্য কিনিল,
আয়না, ফল, চাদর এরা কিনে তিনজন॥
ফুল বাগে করি খেলা,
সুবাসে যাই কেয়া তলা,
গোখরোর ছোবলে সেথা, হলো মোর মরণ॥
ফুল বাগে থাকি পড়ে,
মা কাঁদে ধূলার পরে
সখিরা কি আর করে, তারাও কাঁদে তখন॥
তিন ভাই একত্র হলো
কার কি দ্রব্য দেখিল,
আয়নাতে আমার মরণ দেখিল তিন জন।
কালুর চাদর ছিল,
সে চাদরে উড়ে এলো;
ভুলু আমায় বাঁচাইল, ফল দিয়ে তখন॥
কার সাথ বিয়ে হবে, তুমি বিচার করে দিবে,
তোমার বিচার মেনে নেবে, ভাইরা তিন॥
ভোমর কবিতে ভনে,
আসরে লেটোর গানে
হাজির বিচার সঠিক বিচার হবে গো এখন॥