মোর চুলের কাঁটা চুরি করে

  • তাল : -

মোর চুলের কাঁটা চুরি করে

লেটো গান : ‘কুলসুম’

মোর চুলের কাঁটা চুরি করে, রেখেছিলে মনচোর।
বুঝি নাই সে দিনের প্রেম, ভেবে ছিনু কাঁটা চোর॥
চুলের খোঁপার কাঁটা খুলে,
যতন করে রেখেছিলে,
বাসরে খোঁপায় পরালে, এই তো আমার ফুলডোর।
এ কাঁটা নহে সামান্য,
ফেরৎ পেয়ে আমি ধন্য,
এ কাঁটা পিরিতের চিহ্ন, ভালোবাসা নাও গো মোর॥
‘চুলের কাঁটা চুরি’র পালা,
সাঙ্গ হলো, বল আল্লা,
নজরুল এসলাম রচিলা। সালাম লহ গো মোর॥