ওরে আমার সোনা

  • তাল : -

ওরে আমার সোনা

লেটোগান : ‘বাবলুর মা [স্বামীর অভিশাপ]’

ওরে আমার সোনা,
পীর পুকুরের পোনা।
ওরে আমার বাবা,
তাল পুকুরের গাবা।

ছড়া :
আয় রে আয় টিয়ে,
দেখবি মজা গিয়ে।
শালিক বাবুর বিয়ে,
টোপর মাথায় দিয়ে।
পাল্কি চড়ে গিয়ে,
বৌ আসবে নিয়ে।