কোন পথে পালাল শালী

  • তাল : -

কোন পথে পালাল শালী

লেটো গান : ‘স্বামী-স্ত্রী ঝগড়া’

কোন পথে পালাল শালী, ফেলে সোনার ঘরকন্না।
ফেলে সোনার ঘর কন্না গো, ফেলে সোনার ঘরকন্না॥
শালীর নিকটে মাসির বাড়ি।
দুটো চারটে কথা হলে যায় দাঁড়া দাঁড়ি;
হাতে ধরে বলি ওরে, এ খিটকাল আর করিস্ না॥
নজরুল এসলামে ভনে,
আসরে লেটোর গানে,
বৌ পালাল অভিমানে, একটু এই গাঁয়ে খুঁজে দেখ না।