শোন শোন ও ভারতবাসী

  • তাল : -

শোন শোন ও ভারতবাসী

লেটো গান : ‘ঠক্পুরের ঠগ্’

শোন শোন ও ভারতবাসী, ও ভারতবাসী।
বিদ্যার চেয়ে বুদ্ধির দাম, হয় অনেক বেশি॥
বিদ্যার এমনি ক্ষমতা, গিয়ে দেখ কোলকাতা।
হাওড়ার পুল দেখলে তোমার ঘুরে যাবে মাথা,
বুদ্ধির জোরে এরোপ্লেন উড়ে যায় রাশি রাশি॥
আবার বুদ্ধির এমন গুণ আছে, সত্যকে করে দেয় মিছে,
মালি মামলা মোকর্দমায় প্রমাণ তার আছে,
বুদ্ধির জোরে অনেক জনা, এড়িয়ে যায় গলার ফাঁসি॥
নজরুল এসলাম ভেবে বলে বুদ্ধির আছে দাম,
বিদ্যা শিখে বুদ্ধি বাড়াও, তবেই ছুটবে নাম,
না হলে পরিশেষে হবে বদনাম, বুদ্ধি যাবে গয়া কাশী॥