নয়ন ভরিয়া দেখিলাম রূপ

  • তাল : -

নয়ন ভরিয়া দেখিলাম রূপ

লেটো গান : ‘ঠক্পুরের ঠগ্’

নয়ন ভরিয়া দেখিলাম রূপ, তুলনা কি দিব তার।
সে রূপে হৃদয় জ্বলে পুড়ে খাক, হয়ে গেল ছারখার॥
খোঁপায় বাঁধা ফুলহার মালা,
গজমতি হারে শোভিতেছে গলা,
হাতের আঙুলি তার চাঁপা কলা, এ হৃদি বেদনা ভার॥