ওরে ঠক্পুরের ঠক্

  • তাল : -

ওরে ঠক্পুরের ঠক্

লেটো গান : ‘ঠক্পুরের ঠগ্’

(ওরে) ঠক্পুরের ঠক্, ধরতে এলি আকাশেরি চাঁদ।
ও ঠক্ পড়লি ফাঁদে নিজে এসে নিজের পাতা ফাঁদ॥
ঠকের দশা কি হয় শেষে,
ওসে নিজে ঠকে, অবশেষে,
মইটা ঘাড়ে করে শেষে, চাঁদের জন্যে কাঁদ॥
নজরুল এসলামে বলে,
মই ঘাড়ে যা বাড়ি চলে,
চাষ করগা নাঙ্গল ঠেলে, আর পাতিস না ঠকের ফাঁদ॥