তবে শুনুন মহারাজ করি নিবেদন

  • তাল : -

তবে শুনুন মহারাজ করি নিবেদন

লেটো গান : ‘বিদ্যা ভুতুম’

তবে শুনুন মহারাজ করি নিবেদন।
এ হাতি জীবিত এর নাহিকো স্পন্দন॥
বড় তরমুজ খেতে গিয়ে,
এ বেটা গলাতে লাগিয়ে,
বেটা বোকা পড়েছে বিপাকে এখন॥
তাই বন্ধ আছে নিঃশ্বাস,
আপনিও ছেড়েছেন আশ,
এখনি বেরুবে শ্বাস, শোন গো রাজন॥
গলগণ্ডে মুগুর আঘাতে,
ঐ তরমুজ হইবে ভাঙিতে
এ হাতি প্রাণ পাবে দেহেতে, শুনুন বচন॥
ভেবে ভ্রমর কবি বলে,
রোগ সারে তদবির করিলে,
বাঁচবে হাতি বৈদ্য কৌশলে, লভিবে জীবন॥