পয়সা হলো দেশের রাজা

  • তাল : -

পয়সা হলো দেশের রাজা

লেটো গান : ‘সুদখোর ব্রজেন মুখার্জী’

পয়সা হলো দেশের রাজা, যাই বলিহারী।
আমি সভাস্থলে, তার প্রশংসা করি॥
পয়সা থাকলে বুড়োর বিয়ে,
পয়সা থাকলে জুড়ায় হিয়ে,
পয়সাতে কত জনার মন যে হয় চুরি॥
পয়সাতে হয় দালান কোঠা,
পয়সা থাকলে বাবুর বেটা,
আয়রণ চেস্টে চাবি আঁটা, দ্বারে প্রহরী॥
পয়সা আছে যাহার ঘরে,
সত্যকে সে মিথ্যা করে।
আদালতে আইন জোরে, হয় ডিক্রি জারী॥
পয়সা নাই যাহার হাতে,
কি সুখ তাহার জীবনেতে,
ভাবনা কেবল খেতে শুতে, শুধু আহা জারি॥
জাতে যদি হয় হাড়ির ছেলে,
তার হাতে পয়সা থাকিলে,
দেখে লোকে ভদ্র বলে, পয়সার মান ভারী॥
পয়সা থাকিলে কি না হয়,
খুঁটে কুড়ুনী রাজরানী হয়,
নজরুল এসলামে কয়, জয় তো পয়সারি॥