বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি

  • তাল : -

বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি

লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’

বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি, জেনেও জানে না।
আচ্ছা জব্দ করব তারে, এ মোর মনের বাসনা॥
শিখায়েছি আমার বৌকে,
বুড়ো এলে বলতে তাকে,
‘ও বুড়ো, হও হে ঘোড়া, চাপ্ব পিঠে এ মোর মন-বাসনা।
বুড়ো যখন হবে ঘোড়া,
বৌ চেপে মারবে কোড়া,
আমি লুকিয়ে থাকব গাছের গোড়া, বুঝিতে সে পারবে না॥
লগুড় হাতে আমি আসিব,
বুড়োর পাছায় বাড়ি মারিব।
দেখে বুড়ো বাক হারাবে, কপালে তার লাঞ্ছনা॥
তখন চিঁহি চিঁহি ডাক ছাড়িবে,
পাছাতে হাগা বাহির হবে,
জোড় হাত করিয়ে বুড়ো, বলবে এ কাজ করব না॥
নজরুল এসলামে বলে,
হায় রে প্রেম করিতে বুড়ো কালে,
ঘোড়া সেজে খাবি কোড়া, মনোবাসনা পুরবে না॥