দেখ দেখ ভ্রাতাগণ

  • তাল : -

দেখ দেখ ভ্রাতাগণ

লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’

দেখ দেখ ভ্রাতাগণ, অদৃষ্টের কি দুর্ঘটন।
পরের লেগে খাল খুঁড়লে, সে খালে নিজের মরণ॥
যেমন কুকুর তেমনি সাজা,
মার খেয়ে তুর নাইরে লজ্জা,
মুখ ঢেকে পালালি সোজা, না তাকালি ফিরে পিছন॥
বেটা হারাইতে সম্মান,
পর নারীতে দৃষ্টিদান,
ধুন্দুর কি হয় পক্ষিরাজ, কেহ কি দেখেছে কখন॥
বেটা কোন ভাগাড়ে পড়ে ছিলি,
ডাকাতির টাকায় জমিদার হলি,
তাই গালে মাখিলি কালি, ভাগাড় পানে আছে মন॥
বেটা যদি মানুষ হতিস্,
ও মুখ কভু না দেখাতিস্,
ও রে অন্ধ কভু না দেখে মুখ, ধরিলে সামনে দর্পণ॥
চিনতে নারে আসল নকল,
ভালো মানুষকে ভাবে পাগল,
এ দৈন্য অজ্ঞানতার ফল, দুর্গন্ধেতে ভরা মন॥
বাঁদর যদি পোষাক পরে,
বেশ যদি সুসভ্য ধরে,
তাকে কি আর মানুষ বলে, অধীর ভ্রমর কবি কন॥