প্রভু প্রভু প্রভু প্রভু কেন সৃজিলে মোরে

  • তাল : -

প্রভু প্রভু প্রভু প্রভু কেন সৃজিলে মোরে

লেটো গান : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা’

প্রভু প্রভু প্রভু প্রভু কেন সৃজিলে মোরে।
কেন সৃজিলে, সৃজিলে কাহারও তরে॥
ভাষায় ভাষায় মোর ফুটে উঠে গান,
কণ্ঠে বাজিছে মোর সুর আর তান,
নাচের ছন্দে তালে কুহুর বিতান, শুধু ঝঙ্কারে॥
কোথায় পাঠাবে মোরে, কোথায় যাইব,
কার কাছে গিয়ে এই পরান জুড়াব,
পিক কণ্ঠে আমি কারে বা ডাকিব, বল প্রভু মোরে॥
নজরুল এসলাম গাহিছে কাতরে,
রূপসী ললনা তুমি যাবে ত্বরা করে,
মন জুড়াতে জয়চাঁদ রাজারে, কমলাগড়ে॥