ধিক্ ধিক্ ধিক্ শত ধিক্ তোর

  • তাল : -

ধিক্ ধিক্ ধিক্ শত ধিক্ তোর

লেটো গান : ‘আকবর বাদশা’

ধিক্ ধিক্ ধিক্, শত ধিক্ তোর, নির্লজ্জার প্রাণে।
বিদ্রোহী হয়েছ নির্বোধ, ভেবেছ কি মনে॥
ভারতবর্ষের সম্রাট মহাবীর আকবরে,
তাঁর ভয় নাই কি পাষণ্ড, তোর অন্তরে,
কার জোরে মাতিস তুই সমরাঙ্গণে॥
কাঁকলাস হয়ে বেটা মারবি অজগরে,
বায়স হয়ে, গরুড়কে জয় করতে ইচ্ছা করে,
তাই কি রে সম্ভব হয় কভু মনে॥
ঘুঘু কি বাজ পাখির সাথে লড়াই করতে যায়,
মেষের ছানা, নেক্ড়ে বাঘকে কভু ধরতে চায়,
আবার মৃগ কভু শার্দুল দেখে সাহস আনে মনে॥
সাজো সাজো সেনাপতি, ধর অস্ত্র নিয়ে,
পাষণ্ডের মুণ্ডু লুটাবে ধূলায় নজরুল এসলাম কয়,
হও নির্ভয়, হও নির্ভয়, দাউদ খানে জিনে॥