রক্ষার ছেড়ে দে আশা মন সদনে

  • তাল : -

রক্ষার ছেড়ে দে আশা মন সদনে

লেটো গান : ‘আকবর বাদশা’

রক্ষার ছেড়ে দে আশা মম সদনে।
চাপে পড়লে বাপকে ডাকে, জানে সর্বজনে॥
পড়ে যদি শিকার কভু শিকারির হাতে,
সেকি তারে পারে এড়াইতে,
ময়না এবে শিকরার হাতে, পড়েছে কুক্ষণে॥
অগ্রেতে না চিনে নির্বোধ, কত প্রকারে,
ধর্ অস্ত্র কর রণ বলেছিস্ অহঙ্কারে,
এখন কেন রে, চরণ ধরে, ভিক্ষা চাস্ জীবনে॥
বৃথা করিস্ ত্রাহি ত্রাহি, নয় রে আর,
দাউদ তোর মুণ্ডু ছেদিব এবার,
তোর স্ত্রী পুত্র পরিবারে ছেড়ে দিলাম, যাক নিজস্থানে॥
পিপীলিকা, উঠেছিল পাখা, পুড়িয়ে মরিবি,
গৌড়-বঙ্গ ছেড়ে এবার যমপুরী যাবি,
দুর্মতি হয়েছিস্ লাঞ্ছিত, এবে নজরুল এসলাম ভনে॥