খোদার লীলা কে বুঝিতে পারে

  • তাল : -

খোদার লীলা কে বুঝিতে পারে

লেটো গান : ‘যুবরাজ দারা শিকোহ্’

খোদার লীলা কে বুঝিতে পারে, আহা কে বুঝিতে পারে।
আজ যে আমির, কাল সে ফকির, এই ধরণীর পরে॥
নাদিরা বানু বেগম ছিল,
মরুর ধূলায় প্রাণ হারাল,
মরুর মাঝে কবর হলো, হায় কপালের ফেরে॥
দারা শিকো ছিল যুবরাজ,
পথের ভিখারি সে যে আজ,
পরে আছে সে ফকিরের সাজ, সাথীহারা হয়ে ঘোরে॥
নজরুল এসলামে ভনে
এ আসরে লেটো গানে,
সকলে প্রণমি এখানে, আমি ভক্তিভরে॥