রামধনুকের দেশে প্রিয়া

  • তাল : -

রামধনুকের দেশে প্রিয়া

লেটো গান :

রামধনুকের দেশে প্রিয়া রাম ধনুকের দেশে।
একটি মাটির, বাঁধব কুটির, তোমায় ভালোবেসে॥
সেই কুটিরে সারা বেলা,
সাতটা রঙের চলবে খেলা,
তোমার আমার মন উথলা, দীন প্রেমিকের বেশে॥
প্রজাপতির রঙিন পাখা,
পাখায় প্রেমের রেণু মাখা,
সেথায় প্রেমের ছবি আঁকা, উঠবে ফাগুন হেসে॥
সাতটি সুরের সুর লহরি,
গাইব প্রিয়া তোমায় ঘিরি,
পিকের মতন সুরটি ধরি, সবুজ পাতার দেশে॥
ভ্রমর কবি লেটোর আসরে,
প্রেম গীত গায় প্রেম-বিভোরে,
বজলে করীমে সালাম করে, আসরের শেষে॥