মেষ চারণে যায় রে হাসিন

  • তাল : -

মেষ চারণে যায় রে হাসিন

মেষ চারণে যায় রে হাসিন আমিনা দুলাল।
বিশ্বভুবন মুগ্ধ হেরি, সুরত জামাল॥
মেঘছায়া ভক্তি ভরে,
শিরে তাঁহার ছত্র ধরে,
পদতলে লুটায়ে পড়ে, আসমানের হেলাল॥
তাঁর পেশানির রোশনীতে আফতাব হয় হারা,
শির ঝুকায়ে তাজিম করে আল বুরুজের চূড়া,
তাঁহার চলার পথের পরে,
বনের কুসুম আপনি ঝরে,
বারেক চাহে কদম চুমে, হতে রে নেহাল॥