কবে সে মদিনার পথে

  • তাল : -

কবে সে মদিনার পথে

কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন।
বহায়ে নয়ন বারি, ভিজিল বসন॥
রোমজানের ঐ চাঁদ নবী,
পাঠাইলেন নূরের খুবী,
পাগল করে আমার হিয়া করেছে হরণ॥
পশুপাখি তরুলতা,
তারা শুধায় পারের কথা,
আমি একলা বসে ভাব্ছি হেথা নবীজীর কারণ॥
বেড়ায় আমি পথে পথে,
খুঁজে না পাই মদিনাতে,
কোথায় গেলেন পাক মোস্তফা অমূল্য রতন॥