আল্লা আমার মাথার মুকুট

  • তাল : -

আল্লা আমার মাথার মুকুট

আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার।
ঐ নামেতে মন উথলা, জপি বারে বার॥
আমার হাতের বালা-সোনা,১
হাসান হোসেন মা ফাতেমা,
আঙ্গুলের অঙ্গুরী আমার, নবীর চার ইয়ার॥
নামাজ আমার উড়না শাড়ি,
তাতে আমায় মানায় ভারী,
হজ, জাকাত করতে নারি, কলেমা করেছি সার॥
সোনার কলেমা হৃদে গাঁথা,
তাহাতে নূর আছে বাঁধা,
নূর-ঊন-নূর আর নবীজীর নূর, হৃদয় একাকার॥