আর আমায় বাঁধিস না করে

  • তাল : -

আর আমায় বাঁধিস না করে

আর আমায় বাঁধিস না করে, ওগো ও মা নন্দরানী।
তোর ননীর ঘরে যাব না, আর খাব না তোর ননী॥
সামান্য নবনীর তরে,
বেঁধেছিস্ মা যুগল তরে,
মা হলে কি বাঁধতে পারে, মা নয় রে সে পাষাণী॥
যমুনা পার হয়ে যাব,
পরের মাকে, মা বলিব,
উদর ভরে ননী খাব, তারে বলব, মা জননী॥