অবেলায় যমুনার কূলে

  • তাল : -

অবেলায় যমুনার কূলে

অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি।
আমি লো সই কলসি কাঁখে, বাঁশি শুনে জলকে আসি॥
নবজলধর দেহখানি তাঁর
কালো অঙ্গে কি বা রূপের বাহার,
ও তাঁর, মুকে দেখি মৃদু মধুর হাসি॥
শুনে তাঁর বাঁশির ও তান,
মোর প্রাণ করে লো আনচান,
রানার নামে উঠেছে তান, চল লো সই দেখে আসি॥