অবেলাতে জল আনিতে

  • তাল : -

অবেলাতে জল আনিতে

অবেলাতে, জল আনিতে, সই লো সই পথে কালা।
এক হাতে আড় বাঁশিখানি তাঁর, আর এক হাতে ফুলমালা॥
পথের মাঝে কালো শশি,
নাম ধরে মোর বাজায় বাঁশি,
ধীরে ধীরে মালা হাতে, কাছে আসে কালা॥
যত বলি সরো সরো,
নাচে সে শ্যাম নটবর,
নেচে নেচে কাছে এসে, গলেতে দেয় মালা॥