আর বাঁশি আর বাঁশি বাজাও না

  • তাল : -

আর বাঁশি আর বাঁশি বাজাও না

আর বাঁশি, - আর বাঁশি বাজাও না কালিয়া।
তোমার বাঁশির সুর শুনে, মোর মন যে গেল মাতিয়া॥
তুমি যখন বাজাও বাঁশি,
জল ফেলে দিয়ে জলকে আসি১
তুমি আমার প্রাণ শশি হে, মন রাখ ভরিয়া॥