এসো এসো কাছে এসো

  • তাল : -

এসো এসো কাছে এসো

এসো এসো, কাছে এসো, হৃদয় রতন।
ডাকি তোমা বারে বারে, করি নিবেদন॥
এই নিবেদন করি, আমি তোমারে,
এসো এসো অভাগিনীর হৃদয় মন্দিরে,
তুমি আমার, হৃদে গাঁথা, হৃদয়ের ধন॥
ভক্তি ভাবে ডাকলে, পাবে বন্ধুর দরশন,
ডাক যদি উচ্চস্বরে, করে একিন মন,
অ-রসিকে মিলবে কেন, হবে জ্বালাতন॥
বন্ধুর চরণ করি শরণ,
পাবার আশে, এক মনেতে, কবি সাধন,
মনের উল্লাসে নজরুল এসলামে বলে,
পরের কথায় দিয়ো না লো মন॥