বেলা গেল ও ললিতে

  • তাল : -

বেলা গেল ও ললিতে

বেলা গেল, ও ললিতে, কৃষ্ণ এলো না
আজকে কেন, রাধার কুঞ্জে বাঁশি বাজে না॥১
সে যে আমার গুণমণি,
বেঁধে রেখেছে কোন চাঁদ বদনী,
আমায় করে অনাথিনী, ধর্মে সইবে না॥
আসি বলে গেল কালা,
(আমি) গেঁথেছি বনফুলের মালা,
মালা হলো জপমালা, উপায় হলো না॥