সখি বল বল কেমনে মান বজায় রয়

  • তাল : -

সখি বল বল কেমনে মান বজায় রয়

সখি, বল বল, কেমনে মান বজায় রয়।
নাথ বিনে পোড়া মন প্রবোধ না হয়॥
মনে করি দেখব না তায়,
(ওগো) আঁখি নিষেধ মানে না হায়,
ও তাঁর বিরহে প্রাণ যায়, কি করি, দেখলেই তাঁরে শরীর কম্পিত হয়॥
ভেবেছিলাম মানী হয়ে,
ও লো কাঁদব চরণ ধরয়ে,
ও তাঁর চন্দ্র আনন হেরিয়ে, পেড়ামুখ হয় হাসিময়॥১
মনকে করিলেও নিবারণ,
ওলো মন তবু শোনে না বারণ, বৃথা হলাম অপমান এখন,
মানিনীর রইল না মান, লাজে মরি। নজরুল এসলামে কয়॥