হে নিঠুর কালা

  • তাল : -

হে নিঠুর কালা

হে নিঠুর কালা, কতদিন জ্বালাবে বিচ্ছেদে।
উচ্ছ্বল প্রেম ফোয়ারা, বহিছে মোর এ হৃদে॥
চোখের কাজল কালি হলো,
পিরিত ধারা, না শুখাল।
অশ্রু হয়ে, বয়ে গেল, সারা হলাম কেঁদে কেঁদে॥
আমি ভাসি অশ্রুজলে,
তুমি মত্ত যমুনা কূলে,
বাঁশরিটি মুখে তুলে, বাজাও হে পরমানন্দে॥
নদিনীর কটু কথা,
মলিন দেহ মনে ব্যথা,
সহিতে পারি না কথা, রাহু গ্রাস যেমন চাঁদে॥
নজরুল এসলামে কহে,
রাধারানী কেঁদো না হে,
ব্যথার কাজল ফুল হয়ে হে, ভেসে যাবে প্রণয় নদে।