কি গুণে হে গুণনিধি

  • তাল : -

কি গুণে হে গুণনিধি

কি গুণে হে গুণনিধি, মজাইলে অবলা।
প্রেম মজায়ে, দাও হে জ্বালা, ছি ছি নিঠুর কালা॥
হয় যখন নয়নে নয়ন,
হয় তখন মধুর আলাপন,
নয়নের আড় হও হে যখন, তখন জ্বালার উপর জ্বালা॥
জানিলে এ বিরহ বেদন,
মজাতাম না তোমাতে মন,
ভালোবাসায় মজে এখন, রাধারানীর কাঁদার পালা॥
নজরুল এসলামে বলে সখি,
কেন কালার প্রেমে মাখামাখি,
বিরহে তাই সজল আঁখি, আসবে কাছে রসিক কালা।