প্রাণে দিও না ব্যথা

  • তাল : -

প্রাণে দিও না ব্যথা

প্রাণে দিও না ব্যথা, ও হে রাধা বিনোদিনী।
তোমায় কি ভুলিতে পারি, তুমি আমার প্রাণ সজনী॥
মোদের দুই দেহতে একই প্রাণ,
কেন তোমার এ অভিমান,
তোমার হৃদে বাঁধা মোর এ প্রাণ, তোমার ধনে আমি ধনী॥
আমি তোমার মনচোর,
নয়ন বাণে এ দেহ মোর,
হয়েছে হে প্রাণ জরজর, প্রেয়সী দাও চোখের পানি॥
নজরুল এসলাম বলে, ধনি,
কমল মুখে হাস কমলিনী,
চোখে কাজল দাও ভামিনী, তুমি শ্যামের হৃদয়মণি॥