ছি ছি ভ্রমর লাজ লাগে না

  • তাল : -

ছি ছি ভ্রমর লাজ লাগে না

ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে।
তোমায় দেখে অঙ্গ জ্বলে, কি আশায় এখানে এলে॥
ফুল তুলিলাম রাশি রাশি,
জাগিয়া করিলাম বাসি,
যেখানে পোহালে নিশি, সেইখানে মন যাও হে চলে॥
গত নিশি কার কুঞ্জে মজেছিলে,
আমায় বোক্কা করে বনমালী প্রভাতে দেখা দিতে এলে।
এসো হে রসময়,
হয়ে গেছে অসময়,
বয়ে গেলে ক্ষুধার সময়, ভালো লাগে কি সুধা দিলে॥
নজরুল এসলাম বলে, ধনি,
কালায় ফিরাও না, ও মানিনী,
বিনোদিনী রাধারানী, ভাসবে তুমি নয়ন জলে॥