সই লো সই

  • তাল : -

সই লো সই

সই লো সই, আমি মলে পোড়াস না তোরা।
আমি বঁধুর, প্রেম আগুনে পোড়া॥
বনের আগুন সবাই দেখে,
মনের আগুন কেউ না দেখে,
ধিকি ধিকি জ্বলছে রে কি ধারা॥
জ্বলে পুড়ে হলাম ছাই,
আগুনের কি শেষ নাই,
বঁধু যেদিন ছেড়ে গেছে,
সেইদিন পোড়া দিয়ে গেছে,
পোড়া ছাই আর কি পোড়াবি তোরা॥
শোন লো শোন প্রাণসখি,
পুড়িতে কি আছে বাকি,
পোড়া রাধা কি পোড়াবি তোরা॥
রাধা মলে না পোড়াও,
যমুনাতে না ভাসাও
তমাল গাছে তুলে রাখিস্ তোরা॥
বঁধু যেদিন আসবে দেশে,
বলিস তোরা বঁধুর কাছে,
তমাল গাছে, তোলা আছে, তোমার প্রেমমরা॥