সখি নেচে নেচে আয়

  • তাল : -

সখি নেচে নেচে আয়

ছেলে : সখি নেচে নেচে আয়, যমুনাতে যায়,
ডুব দিয়ে তুলি সোনা।
ও তোর চরণের রেণু, চরণে মিশিবে
খুঁজিয়ে তোমারে পাই না॥
কি কি গহনা নিবি গো শুনি১
মেয়ে : নিব অনন্ত হার, মাথার কাঁটা
তার সনে একটা ফুল-চিরুনি।
ছেলে : আর কি গহনা, নিবি গো শুনি।
মেয়ে : নিব কপালের টাইরা, তার বালা
আর তার সনে দুটো ধান মাদুলি।
ছেলে : এই সব গহনা, চাই ক-খানা।
মেয়ে : নিব পায়ের তোড়া, কাঁকাল বিছে
তার সনে এক নথের টানা॥
ছেলে : আমি তাই তোরে দিব,
নিতি সেবা নিব,
করে রাখবো সেবাদাসী।
তুমি ঘুচিয়ে ফেল মনের বিবাদ,
মেয়ে : এই তো আমার মিটে গেল সাধ।
কোরাস : তবে আয় গলাগলি করি,
দোলা দোলি করি,
শুনিব না কারো মানা।
বোমর কবি গাহিছ আসরে,
মঞ্জুর শা’র হাতে হাত ধরে
ঘুচাইতে মনোবেদনা।