বলবো না মোর মনের কথা কি যে

  • তাল : -

বলবো না মোর মনের কথা কি যে

মেয়ে : বলবো না মোর, মনের কথা কি যে,
তুমি নাও বুঝি নাও নিজে।
ছেলে : দায় পড়েছে আমার বুঝতে ছলনা,
তুমি বলবে বল, না হয় বলো না,
মেয়ে : তবে ঘুর ঘুরিয়ে ঘুরছ কেন পিছে।
যা খুশি তাই ভাবতে পার, ভাবতে পার নিজে॥
ছেলে : মনটি তোমার মোটেই নয়কো সোজা,
মেয়ে তো নও একটি যেন আড়াই মণের বোঝা।
মেয়ে : কে কার বোঝা টানে,
রোজ দু’বেলা হাত পুড়িয়ে ভাত রেঁধে কে আনে।
ছেলে : তোমায় ও সব হাঁড়ির খবর জানতে আসিনি যে॥
তবে দু’চোখ ভরা জল শুধু যে আমায় টেনে আনে।
মেয়ে : ও কিছু নয়, বৃষ্টিতে চোখ ভিজে॥