যে পথ দিয়ে নিত্য তোমার হয় যাওয়া আসা

  • তাল : -

যে পথ দিয়ে নিত্য তোমার হয় যাওয়া আসা

ছেলে : যে পথ দিয়ে নিত্য তোমার, হয় যাওয়া আসা।
সেই পথের ধারেতে আমি বাঁধিনু বাসা॥
মেয়ে : আমি চলব না গো, তোমার সেই পথ দিয়া,
ছেলে : না বোঝ মোর মনেরি কথা, ওগো নিঠুর হিয়া,
ছার প্রাণ ডালি দিব, দিব তোমার পায়।
মেয়ে : বামন হয়ে ধরতে যাও চাঁদে, কি দুরাশা॥