মন হরি নাম ভজ্বে কেমনে

  • তাল : -

মন হরি নাম ভজ্বে কেমনে

ছেলে : মন হরি নাম ভজবে কেমনে।
মালা গাঁথ অতি যতনে॥
মেয়ে : আমি হরি নামের মালা গেঁথেছি,
অতি যতন করে ঝোলার ভিতর পুরে রেখেছি,
ছেলে : একটা ইঁদুর এসে ছন্দ বন্ধ করে
কাটবে ঝোলার মাঝখানে॥
মেয়ে : আমি এক যুক্তি শিখেছি,
গাছতলাতে থাকব বসে ইঁদুর করবে কি,
একটা বিড়াল এসে, ধরবে কসে, ঐ ইঁদুরের মাঝখানে॥