ঐ দেখ মুলতানি এক গাই

  • তাল : -

ঐ দেখ মুলতানি এক গাই

ঐ দেখ, মুলতানি এক গাই।
ওর পাশে যে দাঁড়িয়ে আছে, ওর কি বাছুর ভাই॥
না-না-না, নয় ও বাছুর,
বাছুরের বাপ, গাই এর শ্বশুর,
কথা শুনে, আমার পানে, ও গাই চোখ পাকিয়ে চায়॥
বাছুর নয় দামড়া এঁড়ে,
পাশে ঘোরে শিংটা নেড়ে,
বুঝি বা আসবে তেড়ে, চল্ রে চল্ পালাই॥