ও বাছাধন পেট বাজিয়ে ঠ্যাং নড়িয়ে লাফাও না অকারণ

  • তাল : -

ও বাছাধন পেট বাজিয়ে ঠ্যাং নড়িয়ে লাফাও না অকারণ

লেটো গান

ও বাছাধন, পেট বাজিয়ে, ঠ্যাং নড়িয়ে, লাফাও না অকারণ।
তুমি, যুক্তির মাঝে, কথায় ছলে, কর হেথা গান নাচন॥
ট্যেংরা, পুঁটি, খলসে যত,
লাফায় তারা অবিরত,
ঘোলাজলে প্রাণাহত, তবু নেঙ্গুড় নেড়ে অচেতন॥
যত জিওল আর মাগুর,
(তারা) কুরকুরিয়ে ভাঁজে সুর,
আবার ঘোলা জলে, কাদার তলে, বাঁচায় তারা ঐ জীবন॥
তাই বলি, ওহে পাল্লাদার,
তুমি এক, কথারই ভাণ্ডার,
ক্ষুদে চোখে, চাউনি বড়, করলে কি আর হয় শোভন॥
হাতির শুঁড়ে রসি বেঁধে,
দ্বারে দ্বারে ভিক্ষা সেধে,
সাগর তলের মুক্তা লাভের, আশা কর অকারণ॥
ষোল কুড়ি দিলে বাড়ি,
ভাঙে, আটাশ কুড়ি ছত্রিশ হাড়ি,
তারি মাঝে বুনো গণ্ডার, আঘাত কি হে পায় কখন॥
বজ্রাটুনি ফস্কা গেরোয়,
আগুন দিলে ফুলকি বেরোয়,
নিমের ঐ তিক্ত রস পান করিলে, বেদানায় যে পায় বেদন॥
চুরুলিয়ার এসলাম মাস্টার,
ধনুকেতে দিচ্ছে টংকার,
কাঁপছে আসর থর থর, তাই ভাব্ছে বসে শ্রোতাগণ॥