পড়েছ ফাঁদায় হে এই বারে

  • তাল : -

পড়েছ ফাঁদায় হে এই বারে

লেটো গান

পড়েছ ফাঁদায় হে, এই বারে, সভার মাঝে।
কেমন মুসলমান, দেখ তুমি, অদ্য এই আসরে॥
আমায় ঠকানোর জন্যেতে,
খৎনা দিয়ে ছিলে সভাতে,
কিন্তু শুধাই হতজ্ঞান,
দেখ রে তাহা প্রমাণ,
যুবা হলে মুসলমান, খৎনা দিয়েছে কোথা রে॥
হজরত ওমর যিনি,
মুসলমান হন যখন তিনি,
তাঁহারে নবী পাকতন,
খৎনা দেন নাই তখন,
তবে সে দুর্জন, কোন সাহসে এ কাজ করে॥
যুবা বৃদ্ধ ইসলাম গ্রহণ,
কর যদি কেহ কখন,
খৎনা দিবার প্রথা,
নাই হাদিসে কোথা,
ধর্মের সব চুষ্ রে মাখা, আছিস্ ভ্রম অন্ধকারে॥
নজরুল এসলাম বলে ভেবে,
দিন কানা হয়েছিস্ সবে,
দেখিস নাই কোরান হাদিস,
দেখ্লে পরে তত্ত্ব জানতিস্,
জুটেছিস্ যত ইবলিস্ এঁড়ে বক্না চিনিস্ না রে॥